শিলিগুড়িতে দেহ ব্যবসার ছক বানচাল করল পুলিশ,ঘটনায় গ্রেপ্তার ৪ জন,উদ্ধার এক মহিলা
শিলিগুড়ি:-
শিলিগুড়ির সালবাড়ি এলাকার একটি রিসোর্টে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসার কারবার।গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।উদ্ধার হয় এক মহিলা। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে শিলিগুড়ি শালবাড়ি সংলগ্ন এলাকার একটি রিসোর্টে অভিযান চালায় শিলিগুড়ির প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ ও SOG।সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়।সেই রিসোর্ট থেকে উদ্ধার হয় এক মহিলা।ধৃতরা হল শিলিগুড়ির ঝংকার মোড়ের বাসিন্দা রাজু সরকার,অভিষেক গৌতম,বিনীত গৌতম,ইকবাল আহমেদ হাশমি এরা বিহারের বাসিন্দা বলে জানা যায়।ধৃতদের বৃহস্পতিবার,শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।তাদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।