গতকাল রাত্রে নিষ্পাপ এক ছোট্ট শিশুর প্রাণ কেড়ে নিল কালবৈশাখী ঝড়

0
334

মালদা:-গতকাল রাত্রে নিষ্পাপ এক ছোট্ট শিশুর প্রাণ কেড়ে নিল কালবৈশাখী ঝড় |ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর এলাকায় ৷মৃত শিশুর নাম রাজশ্রী মন্ডল |বয়স ৮ বছর৷পরিবার সূত্রে জানা যায় নার্সারি স্কুলের ছাত্রী ৷পিতার নাম অলক মন্ডল ৷বাড়ি কালিয়াচক থানার তিনঘড়িয়া তে ৷জানাযায় পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতে আনন্দনগরে তার মামার বাড়ি ৷ সংসারের দুই মেয়ে ও তার মা বাবার বাড়ি ঘুরতে আসে ৷গতকাল রাত্রে ঝড়ের সময় সেই শিশু ও তার দিদা দুজনেই ঘরের মধ্যে ছিল ৷হঠাৎ ঘর ভেঙে পড়াই ঘটনাস্থলেই চাপা পড়ে মৃত্যু হয় সেই রাজশ্রী মন্ডলের ৷পরিবারে নেমে আসে শোখের ছায়া৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here