কোচবিহার ঃ আদালতের নির্দেশে প্রাথমিকে চাকরি হারাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন কোচবিহার জেলা তৃনমুল নেতৃত্ব। বুধবার নিউ টাউন গার্লস হাইস্কুলের মাঠে জেলার চাকরিহারা কয়েকশো বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আইনি সহযোগিতার আশ্বাস দিলেন। উপস্থিত ছিলেন জেলা তৃনমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পপশ্চিমবঙ্গ জেলা তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত নাহা প্রমুখ।
জানা গিয়েছে আদালতের নির্দেশে যে প্রাথমিকের চাকরি গিয়েছে যার মধ্যে কোচবিহার জেলায় প্রায় ১৬০০ মত চাকরি হারানো শিক্ষক রয়েছে । যাদের নিয়েই এদিন জেলা তৃণমূল সভাপতি উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় । সেখান থেকেই তারা এ বিষয় নিয়ে আদালতে দারস্ত হবার কথা বলেন । যেখানে তাদের পাশে সমস্ত রকম ভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আদালতের নির্দেশে প্রাথমিকে চাকরি হারাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন কোচবিহার জেলা...