বট-পাকুড়ের বিয়ে, টোপর মাথায় দিয়ে!
সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়…৷ হীরক রাজার দেশের এই বিখ্যাত গানটি মনে আছে নিশ্চয়ই৷ এবার গাছের বিয়ে! পাশাপাশি বট ও পাকুড় গাছের বিয়ে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের রাঙ্গা পুকুর গ্রামের। এই বিয়েকে ঘিরে আনন্দে মেতে উঠেন গ্রামবাসীরা। এদিন গ্রামবাসীদের মধ্যে বেশ কয়েকজন এই বিয়ে প্রসঙ্গে জানান…
রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার থেকে শুভ আচার্য রিপোর্ট