মেড ইন ইটালি ও মেড ইন ইউ এসএর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশ হয়ে চোরাপথে ভারতে প্রবেশ করবার সময় উদ্ধার হয় বিদেশী ওই আগ্নেয়াস্ত্রগুলি।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ মে ———- মেড ইন ইটালি ও মেড ইন আমেরিকার আগ্নেয়াস্ত্র সহ ৫৯ রাউন্ড কার্তুজ উদ্ধার সীমান্তে। বাংলাদেশ সীমান্তে আগাছা পরিষ্কার করার সময় বিএসএফের হাতে আসে অত্যাধুনিকমানের দুটি পিস্তল সহ কার্তুজগুলি। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের এলেনপুর গ্রামের। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। কর্তব্যরত ১৬৪ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা উদ্ধার করেছে ওই অবৈধ সামগ্রী। উদ্ধার হয়েছে চারটি ম্যাগজিন সহ ৫৯ রাউন্ড কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু ব্যাঙ্কের কাগজপত্র। যেখানেই উঠে এসেছে কমল মন্ডল ও মহম্মদ শাকির শেখ নামে দুই ব্যক্তির নাম। এছাড়াও পাওয়া গিয়েছে ভারতীয় একটি সিমকার্ডও। যদিও এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি বিএসএফ। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, সোমবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় আগাছা পরিস্কার করবার সময় কালো পলিথিনে মোড়ানো কিছু দেখতে পায় ১৬৪ বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। যে পলিথিনের ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ সেনা জওয়ানদের। পলিথিনে মোড়ানো ওই প্যাকেটের মধ্যে থেকে একটি মেড ইন ইটালি লিখা ও একটি মেড ইন ইউ এস এ লিখা দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যেখানেই পাওয়া যায় চারটি ম্যাগজিন ও ৫৯ রাউন্ড কার্তুজ। শুধু তাই নয় তার মধ্যে থাকা ব্যাঙ্কের রসিদ দেখে বিএসএফ জানতে পারে বাংলাদেশী ব্যাঙ্কে দুই ব্যক্তির নামে টাকা জমা করার বিষয়ও। যা থেকেই প্রাথমিক তদন্তে বিএসএফের অনুমান দক্ষিণ দিনাজপুরের তপনের এই সীমান্তকে কাজে লাগিয়েই চলছিল আগ্নেয়াস্ত্র পাচারের বড়সড় কারবার। বাংলাদেশ হয়েই বিদেশী ওইসব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চোরাপথেই ভারতে প্রবেশ করছে এমনটাই অনুমান বিএসএফের। যদিও এব্যাপারে তেমন ভাবে কিছুই বলতে চাননি বিএসএফ জওয়ানরা।