আলিপুরদুয়ারঃ অঙ্গনয়াড়ি কর্মীরা সঠিক সময়মত কেন্দ্রে আসেনা এমনকি ঠিকমত পরিষেবা প্রদান করে না । এই অভিযোগ এনে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ফোস্কাডাঙা গ্ৰামের দোলাপাড়ায় এলাকায় ক্ষোভে সামিল হল এলাকার বাসিন্দারা । এদিন সকালে অঙ্গনয়াড়ি কর্মী ও হেলপার কেন্দ্রে এলে তার অঙ্গনয়াড়ি কেন্দ্রে প্রবেশ করলে গ্ৰামবাসীরা কেন্দ্রের দরজা তালা ঝুলিয়ে দেয় । এর ফলে অঙ্গনয়াড়ি কেন্দ্রের ভিতরে আটকে পড়ে অঙ্গনয়াড়ি কর্মী ও হেলপার । বাসিন্দাদের অভিযোগ ঠিক মত পরিষেবা প্রদান করা হচ্ছেনা এমনকি সময়মত তারা কেন্দ্রে আসেনা । ঘটনাস্থলে পুলিশ পৌছেছে।
এই বিষয়ে অঙনয়াড়ি কর্মী রত্না রায় জানান আমরা আমাদের কাজ ঠিকমত করছি গতকাল ও সাড়ে বারোটা পর আমরা সেণ্টার ছুটি দেওয়ার পর যাওয়ার পর গ্ৰামবাসীরা ফোন করে জানান আবার সেণ্টারে আসো । তাদের জানানো হয় সেণ্টার ছুটি আগামীকাল কথা হবে। আজকে তারা সেণ্টারে এসে আমাদের তালাবন্দী করেছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিকমতো পরিষেবা না পেয়ে দরজা তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের