অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিকমতো পরিষেবা না পেয়ে দরজা তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

0
568

আলিপুরদুয়ারঃ অঙ্গনয়াড়ি কর্মীরা সঠিক সময়মত কেন্দ্রে আসেনা এমনকি ঠিকমত পরিষেবা প্রদান করে না । এই অভিযোগ এনে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামাড়ি গ্ৰাম পঞ্চায়েতের ফোস্কাডাঙা গ্ৰামের দোলাপাড়ায় এলাকায় ক্ষোভে সামিল হল এলাকার বাসিন্দারা । এদিন সকালে অঙ্গনয়াড়ি কর্মী ও হেলপার কেন্দ্রে এলে তার অঙ্গনয়াড়ি কেন্দ্রে প্রবেশ করলে গ্ৰামবাসীরা কেন্দ্রের দরজা তালা ঝুলিয়ে দেয় । এর ফলে অঙ্গনয়াড়ি কেন্দ্রের ভিতরে আটকে পড়ে অঙ্গনয়াড়ি কর্মী ও হেলপার । বাসিন্দাদের অভিযোগ ঠিক মত পরিষেবা প্রদান করা হচ্ছেনা এমনকি সময়মত তারা কেন্দ্রে আসেনা । ঘটনাস্থলে পুলিশ পৌছেছে।
এই বিষয়ে অঙনয়াড়ি কর্মী রত্না রায় জানান আমরা আমাদের কাজ ঠিকমত করছি গতকাল ও সাড়ে বারোটা পর আমরা সেণ্টার ছুটি দেওয়ার পর যাওয়ার পর গ্ৰামবাসীরা ফোন করে জানান আবার সেণ্টারে আসো । তাদের জানানো হয় সেণ্টার ছুটি আগামীকাল কথা হবে। আজকে তারা সেণ্টারে এসে আমাদের তালাবন্দী করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here