পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চার ডাকে প্রতিবাদ মিছিল করা হলো বুনিয়াদপুরে

0
241

পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চার ডাকে প্রতিবাদ মিছিল করা হলো বুনিয়াদপুরে।

উল্লেখ্য দ্য কেরালা স্টোরি সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছেন পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দেশের বিভিন্ন রাজ্যের এই সিনেমার প্রদর্শন চলছে। কিন্তু পশ্চিমবঙ্গেই শুধুমাত্র এই সিনেমা বাতিল করা হলো কেন তার প্রতিবাদে সোমবার বিকেলে সড়ব হলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চার সদস্যরা। এদিনের এই প্রতিবাদ মিছিলে যোগ দেন বুনিয়াদপুর টাউন মন্ডল এর সভাপতি দিপেষ বসাক সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এদিন বুনিয়াদপুরের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে একটি আলোচনা সভা হবার পরে সেখান থেকে বের হয় প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল গোটা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। গোটা বুনিয়াদপুর সহ পরিক্রমা করার পর ট্রাফিক সিগনালে এসে সেই প্রতিবাদ মিছিল সমাপ্ত হয়। দ্য কেরালা স্টোরি সিনেমা পশ্চিমবঙ্গে বাতিল করা হলো কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চার সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জানিয়েছেন দ্য কেরালা স্টোরি সিনেমা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বন্ধ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিভিন্ন রাজ্যের এই সিনেমা চলছে তাহলে পশ্চিমবঙ্গেই এই সিনেমা বন্ধ করা হলো কেন তা নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে কেন এই সিনেমা পশ্চিমবঙ্গের বন্ধ করলেন। তা না হলে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here