ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোমবার ৬ দফা দাবি নিয়ে S.D.O অফিস অভিযানের ডাক দেয়

0
229

কোচবিহার :- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোমবার ৬ দফা দাবি নিয়ে S.D.O অফিস অভিযানের ডাক দেয়। সেই অভিযানের আগ মুহূর্তে বাঁশের বেরিয়াল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা মহকুমা শাসকের অফিস চত্বর পাশাপাশি মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিন মোজাফফর আহমেদ ভবন থেকে মিছিল করে এসে মহকুমা শাসক অফিস চত্বর সংলগ্ন এলাকায় আসতেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ভাঙচুর করার চেষ্টা চলে বাঁশের বেড়িয়াল। যদিও পরিস্থিতি স্বাভাবিক হয় ।পরবর্তী ৫দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here