মেড ইন ফ্রান্স লিখা জারে পাচার ১৩ কোটি টাকার সাপের বিষ

0
377

মেড ইন ফ্রান্স লিখা জারে পাচার ১৩ কোটি টাকার সাপের বিষ। গোপন খবরে সীমান্ত থেকে উদ্ধার বিএসএফের, চলল গুলিও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ মে —— সীমান্তে গোপন অভিযান বিএসএফের। পাচারের আগেই উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ। মেড ইন ফ্রান্স লিখা জারে করেই বাংলাদেশ থেকে আসছিল সাপের বিষগুলি। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ সীমান্তের গয়েশপুর বিওপি এলাকার ঘটনা। যদিও এই ঘটনায় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিএসএফ বাহিনী। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, সীমান্তে কর্তব্যরত ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালায়। রাতের অন্ধকারে পাচারকারীদের আনাগোনা লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে জওয়ানরা বলে অভিযোগ। এরপরেই পাচারের সামগ্রী ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। যেখান থেকেই সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করে বিএসএফ। মেড ইন ফ্রান্স লিখা ওই জারের মধ্যে তরল আকারে থাকা জিনিসটি সাপের বিষ বলেই দাবি বিএসএফের। সোমবার উদ্ধার হওয়া ওই সাপের বিষ ভর্তি জারটি বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা বলেও দাবি করেছে বিএসএফ। যদিও ওই সন্দেহ জনক সাপের বিষটি পরীক্ষার জন্য মুম্বাই পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে বালুরঘাট বন দপ্তর । এদিন বিএসএফ তরফে জারটি হস্তান্তর করতেই কড়া সুরক্ষা ব্যাবস্থার মধ্যে দিয়ে সেটিকে রাখার ব্যবস্থা করা হয়েছে বনদপ্তরের তরফে। সূত্রের খবর অনুযায়ী আগামীতে সীমান্ত এলাকায় গিয়ে এব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করবেন বনদপ্তরের আধিকারিকরা । যার পরেই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ । জানাগেছে, আদালতের মাধ্যমে ফরেন্সিক পরীক্ষার জন্য ওই জারটি মুম্বাই পাঠানো হবে । এদিন সাংবাদিক বৈঠকে বালুরঘাট ফরেস্ট রেঞ্জার সুকান্ত ওঝা এমনটাই জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here