কিডনির অসুখে আক্রান্ত এক ব্যাক্তির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কালিয়াগঞ্জের তৃণমূল যুব নেতা তথা কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
কালিয়াগঞ্জ ,১৪মে : বাড়ির একমাত্র রোজগেরে কর্তার দুটি কিডনি বিকল। চিকিৎসা করতে ঘটিবাটি বিক্রির দশা দিন আ zনা-দিন খাওয়া এই পরিবারের। একথা জানতে পেরেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের এই অসহায় পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল। মানবিকতার প্রতীক কালিয়াগঞ্জের পৌরপতি ব্যাক্তিগত ভাবে এই অসহায় পরিবারের পাশে দাড়িয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন। কালিয়াগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় কিডনির রোগে আক্রান্ত নির্মলকুমার সাহার বাড়িতে গিয়ে এই আর্থিক সাহায্য তুলে দেন কার্তিকবাবু। আচমকাই কালিয়াগঞ্জের পৌরপতি কে নিজের বাড়ির আঙ্গিনায় দেখে হতবাক খোদ অসুস্থ নির্মলবাবু।বৃদ্ধা মা ও স্ত্রী-পুত্রকে নিয়ে চার সদস্যের সংসার নির্মলকুমার সাহার। একসময় গ্যাস ওভেন মেরামতের কাজ করতেন। কিডনির অসুখ সেই কাজ কেড়ে নিয়েছে। নাবালক পুত্র অষ্টম শ্রেনীর ছাত্র। ২০১৪ সালে কিডনির অসুখ সামনের আসার পর একদিকে চিকিৎসা, অন্যদিকে সংসার চালানোর লড়াই চালাতে গিয়ে ধীরে ধীরে নিঃস্ব হয়েছেন নির্মলবাবু। এখন প্রতি সপ্তাহে দুদিন রায়গঞ্জে যেতে হয় ডায়োলিসিস করতে। আসা-যাওয়ার এই খরচ যোগানোই এখন দুঃস্কর নির্মলবাবুর পরিবারের কাছে। এই খবর বিভিন্ন সুত্রে পেয়ে সাহাপাড়ায় নির্মলবাবুর কাছে ছুটে যান কালিয়াগঞ্জের “গর্ব” কার্তিক পাল। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যাক্তিগত ভাবে আর্থিক সাহায্য করে পাশে থাকার বার্তা দেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল ।