সংক্রমণের আশঙ্কা, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কোয়ারেন্টাইন সেন্টার সরানোর দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের, বালুরঘাটে পরিস্থিতি সামাল দিলেন পুলিশ কর্মীরা
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৩ মে——— ঘনবসতিপুর্ন এলাকায় থাকা কোয়ারাইন্টাইন সেন্টার অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অভিযোগ রাতের অন্ধকারে বাইরের থেকে বাস ভর্তি লোক নিয়ে এসে রাখা হচ্ছে ওই কোয়ারেন্টাইন সেন্টারে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা মোড় সংলগ্ন এলাকায় পুরসভার মাতৃসদনের ঘটনা। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার রাতে বাইরে থেকে বাস ভর্তি লোকজন নিয়ে আসা হয় ওই কোয়ারেন্টাইন সেন্টারে । বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই ওই সেন্টার ঘনবসতি এলাকা থেকে সরিয়ে নেবার দাবিতে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। অভিযোগ বালুরঘাট পৌর মাতৃসদন হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। সেখানেই নিচে রয়েছে একটি প্যাথলজি সেন্টার এবং যেখানে বাচ্চাদের টিকা কর্মসূচিও করা হচ্ছে। এমন ঘটনা নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
সুমন সরকার নামে বাসিন্দা জানিয়েছেন, তারা অবিলম্বে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ওই কোয়ারেন্টাইন সেন্টার সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। এদিন এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে এলাকায় বিক্ষোভ দেখান। সংক্রমনের আতঙ্কে রয়েছেন সকলেই।