বি এস এফের পরিচয় দিয়ে সোনার দোকানে ঢুকে চুরি, বালুরঘাট শহরের ঘটনায় আলোড়ন
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৯ অক্টোবর— প্রকাশ্যে এলো বালুরঘাটের সোনার দোকানে চুরির সিসিটিভি ফুটেজ। এদিন সিসিটিভি ফুটেজ দিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের ম্যানেজার। জানাগেছে, হিন্দিভাষী অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএসএফ কর্মীর পরিচয় দিয়ে দোকানে প্রবেশ করেন। কথার প্যাচে ম্যানেজারকে ভুলিয়ে প্রায় ২৭ গ্রাম ওজনের সোনার গহনা হাতিয়ে নেয় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। যা সামনে এনে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন সোনার দোকান মালিক। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

















