গঙ্গারামপুরের পুনর্ভবা আশ্রম নদীঘাটের ছট পুজোর জন্য সমস্ত পরিপাঠামো খতিয়ে দেখলেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র, আশ্বাস দিলেন দুস্থ হিন্দিভাষী মানুষজনদের গম সহ পূজোর উপকরণ বিলি করার

0
328

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,২৮শে অক্টোবর,দক্ষিণ দিনাজপুর:-ছট পূজার আগে পুনর্ভবা নদীঘাটের পরিকাঠামো খতিয়ে দেখলেন পৌরসভার চেয়ারম্যান।শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর আশ্রমপাড়া পুনর্ভবা  নদীঘাটের পরিকাঠামো খতিয়ে দেখেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তার সঙ্গে ছিলেন পৌরসভার একাধিক আধিকারিকেরা।সেই সঙ্গে যে সমস্ত দুস্থ  হিন্দিভাষী মানুষজন রয়েছে তাদের গম থেকে শুরু করে ছট পূজার বিভিন্ন উপকরণ বিলি  সহযোগিতা করারও আশ্বাস দিলেন তিনি। এদিন তিনি জানালেন, পৌরসভার তরফে ছট পূজার জন্য যেন কোন পুণ্যার্থীর অসুবিধা না হয় তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হিন্দিভাষী মানুষজনদের পাশাপাশি এলাকার মানুষজনও।

    আগামী রবিবার রয়েছে হিন্দিভাষী মানুষজনের বড় উৎসব ছট পুজা।গঙ্গারামপুর পৌরসভা ৭ ও ১০ নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি হিন্দিবাসী মানুষজনদের বসবাস।কমবেশি বাকি ওয়ার্ডগুলোতে রয়েছে হিন্দিভাষী মানুষজনও।

 শুক্রবার বিকালে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র পৌরসভার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পুনর্ভবা নদীর আশ্রম ঘাটে পরিকাঠামো ঠিকঠাকভাবে গড়ে উঠেছে কিনা তা খতিয়ে দেখেন।

 গঙ্গারামপুর পৌরসভা সূত্রে জানা গেছে,ছট পুজোর দিনে সেখানে যেমন স্পিডবোটের ব্যবস্থা থাকবে ,তেমনি ডুবুরিরাও সেখানে থাকবেন।হিন্দিভাষী  মানুষজনেরা যেন সূর্য দেবতার আরাধনা করতে কোন অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য পৌরসভার তরফে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে। সেইসঙ্গে সমস্ত দুস্থ হিন্দিভাষী মানুষজনেরা রয়েছেন তাদের জন্য গম থেকে শুরু করে ছট পুজোর সমস্ত উপকরণ পৌরসভা থেকে বিলি করা হবে বলে চেয়ারম্যান জানিয়েছেন।

  গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,ধর্ম যার যার উৎসব সবার।তাই পৌর কর্তৃপক্ষ সবসময় সমস্ত অনুষ্ঠান যেন সকলে করতে পারে তার সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। এখানে পরিকাঠামো দেখা হল। সহযোগিতা করা হবে দুঃস্থ হিন্দিভাষী মানুষজনদের।

  পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here