গ্রীন ক্র্যাকার্স নিয়ে বাসিন্দাদের সচেতন করতে রাস্তায় নামলো বালুরঘাট থানার পুলিশ, চলল দোকানে দোকানে অভিযানও
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ অক্টোবর–– টানা রোদে শহরের রাস্তায় দাঁড়িয়ে গ্রিন ক্র্যাকার্স নিয়ে সাধারণ বাসিন্দাদের সচেতন করল পুলিশ কর্মীরা ।শুক্রবার বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ও সিভিক কর্মীরা শহরবাসীকে সচেতন করেন । মাইকিং করে তাঁদের জানানো হয় দীপাবলিতে শব্দবাজি পোড়ানোর নিয়ম । হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী কালীপূজার দিন রাত্রি আটটা থেকে ১০ টা পর্যন্ত বাসিন্দারা সবুজ বাজি পোড়াতে পারবেন । তার অন্যথা হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে । এখানেই শেষ নয়, ব্যবসায়ীদের কাছে সেই বার্তা পৌছেছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে বিভিন্ন বাজির দোকানে অভিযান চালান বালুরঘাট থানার আইসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। করা হয় জিজ্ঞাসাবাদও।
আইসি শান্তিনাথ পাজা বলেন, হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করতেই রাস্তায় নেমে মানুষকে সচেতন করা হচ্ছে। একইসাথে দোকান ঘুরে ঘুরে ব্যবসায়ীদের এব্যাপারে সতর্ক করা হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, প্রশাসন ও কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই তারা বাজি বিক্রি করছেন। যা খতিয়ে দেখতেই পুলিশ প্রশাসনের কর্তারা হাজির হয়েছিলেন তাদের দোকানে।