বিশ্বনাথ চৌধুরী কে সরিয়ে আর এসপির রাজ্য সম্পাদকের দায়ীত্ব দেওয়া হল বোলপুরের প্রাক্তন বিধায়ক তপন হোড়কে, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ১০১ জনের রাজ্য কমিটি গঠন আর এসপির

0
263

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৭ অক্টোবর–– ব্যক্তি কেন্দ্রিক নয়, সমষ্টিগত সিদ্ধান্তেই চলবে দল । নতুন রাজ্য সম্পাদকের দায়িত্ব পেয়েই বললেন বোলপুরের প্রাক্তন বিধায়ক তপন হোড় ।  বালুরঘাটে তিন দিনের রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন রাজ্য সম্পাদকের পদে নির্বাচিত হয়েছেন তিনি ।  দীর্ঘবছর এই পদে ছিলেন প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী । বয়সজনিত কারণে সম্পাদকের পদে বসতে অনীহা প্রকাশ করেছিলেন তিনি। আর এরপরেই তিনদিনের রাজ্য সন্মেলন শেষে সোমবার  সর্বসম্মতিক্রমে রাজ্য সম্পাদকের দায়িত্বে আনা হয়েছে বোলপুরের প্রাক্তন বিধায়ক তপন হোড়কে ।

বালুরঘাটের নাট্য মন্দিরে অনুষ্ঠিত রাজ্য সম্মেলন শেষে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ১০১ জনের একটি কমিটিও গঠন করা হয়েছে । যার মাধ্যমে পরবর্তীতে ঠিক করা হবে সম্পাদক মন্ডলী । এদিন নতুন রাজ্য সম্পাদক তপন হোড় জানিয়েছেন, আরএসপি দল ব্যক্তি কেন্দ্রিক নয় সমষ্টিগত ভাবে চলবে সংগঠন । তিনি জানিয়েছেন পঞ্চায়েত স্তরের মানুষকে নিয়ে আমরা সংগঠন করি । খেতমজুর, বর্গাদার, পাট্টাদার, ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, অসংগঠিত শ্রমিক প্রত্যেকের দোরে দোরে গিয়ে তুলে ধরা হবে রাজ্যের দুর্নীতির চিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here