আবারও ভোররাতে বালুরঘাটে তাণ্ডব চোরেদের! জানালার গ্রীল ভেঙে ঘরে ঢুকে ব্যাঙ্ক ম্যানেজারের সর্বস্ব লুট করলো চোরেরা, কাঠগড়ায় শহরের নিরাপত্তা ব্যবস্থা
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৭ অক্টোবর–– ভোররাতে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে চোরের দলের হানা। জানালার গ্রীল ভেঙে সর্বস্ব লুট দুস্কৃতিদের। কান্নায় ভেঙে পড়লেন ব্যাঙ্ক ম্যানেজারের স্ত্রী ও তার পরিবার। সোমবার সকালে শহরের ডাকবাংলো পাড়া এলাকার এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো আলোড়ন পড়েছে গোটা বালুরঘাটে। এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। দরজা বাইরে থেকে বন্ধ করে জানালার গ্রিল খুলে আলমারির তালা ভেঙ্গে সোনার গহনা দামি শাড়ি মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এমন ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিছুটা আক্ষেপের সুর শোনা গেছে ব্যাঙ্ক ম্যানেজারের গলায়।যদিও এদিন সকালে ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছে বালুরঘাট থানার পুলিশ।
জানাগেছে, বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়ায় একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন হিলির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার গোপাল জি। সোমবার সকালে ঘুম থেকে উঠতেই তার স্ত্রীর নজরে আসে চুরির ঘটনা। ঘরের জিনসপত্র উল্টো পালটা দেখে কিছুটা সন্দেহ হতেই দেখতে পান দরজা বাইরে থেকে আটকানো রয়েছে এবং একটি ঘরের জানালার গ্রীল ভাঙা অবস্থায় রয়েছে। এরপরেই সামনে আসে দুঃসাহসিক চুরির ঘটনা। আলমারির তালা ভেঙে প্রায় পাচ লক্ষ টাকার সোনা এবং বেশকিছু দামী জিনিসপত্র সহ মোট দশলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের। যা নিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন ওই ব্যাঙ্ক ম্যানেজারের পরিবার। এদিন এমন খবর পেতেই তড়িঘড়ি এলাকায় পৌছায় বালুরঘাট থানার পুলিশ। পুরো বিষয় খতিয়ে দেখবার পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। তবে থানা থেকে সামান্য দূরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় কার্যত কাঠগড়ায় দাঁড়িয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা।
ব্যাঙ্ক ম্যানেজার গোপাল জি বলেন, এর আগেও শুনেছি এই এলাকায় চুরি হয়েছে। ভোর চারটেতেও সবকিছু ঠিকঠাক ছিল। তারপরেই ঘটেছে এই ঘটনা। সোনার গহনা সহ মোট ১০ লক্ষ টাকার জিনিসপত্র চুরি গিয়েছে। কাজের সুত্রে বাইরেই থাকতে হয় তাদের। এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তারা। তার আশা পুলিশ খুব তাড়াতাড়ি এই ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত সাজা দেবার পাশাপাশি তাদের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হবে।