মোটরবাইকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে গঙ্গারামপুরে মহারাজপুরে আহত হল তিনজন, ভর্তি হাসপাতালে -তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৫ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর।
বাইক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত হল অ্যাম্বুলেন্সের এক যাত্রীসহ তিন জন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের পাশে। আহতদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এলাকার বাসিন্দারা। সেখানে তাদের চিকিৎসা চলছে। আও তোদের বাড়ি বংশেরী থানা আলিগড়াও গঙ্গারামপুর এর নারায়নপুরে। ঘটনায় শোরগোল পড়েছে।
পুলিশ জানিয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা আহত ওই যাত্রীর নাম জইদুল রহমান, তার বাড়ি বংশীহরী থানার আলীগারা এলাকায়। মোটর বাইকে থাকা দুই আহত হওয়া যুবকের নাম ভাগ্য বর্মন ও রাহুল ঘোষ। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার নারায়নপুর এলাকায়। আহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আলীগড়ার বাসিন্দা জয়দুর রহমান তার এক নিকট আত্মীয়কে ভর্তি করে অ্যাম্বুলেন্সে করে বংশীহারির দিকে ফিরছিল। মহারাজপুরের দিক থেকে একটি বাইক নিয়ে যুবক ভাগ্য বর্মন ও রাহুল ঘোষ তারা গঙ্গারামপুর দিকে আসছিল। অভিযোগ গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বুনিয়াদপুরগামী অ্যাম্বুলেন্স তাদের মোটরবাইকে ধাক্কা মারে। সেখানেই অ্যাম্বুলেন্স এর মধ্যে থাকা রোগীর আত্মীয় যাত্রী জহিদুল রহমান, ও মোটর বাইকে থাকা ভাগ্য বর্মন রাহুল ঘোষ নামে দুই যুবক গুরুতর আহত হয়। বিষয়টি এলাকার বাসিন্দারা দেখতে পেয়েই তাদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে সেখানেই।
এ বিষয়ে আহতদের দুই আত্মীয় জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও মোটরবাইকের সংঘর্ষেই গুরুতর আহত হয়েছেন ওই তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার খবর পেতেই গঙ্গারামপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্তে নামে।
এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকা জুড়ে।