বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এলাকা পরিদর্শন কোচবিহার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিত প্রামানিক

0
197

কোচবিহার :- ভোট পরবর্তী হিংসা ও বিভিন্ন সময় বাড়িঘর ভাঙচুর হওয়া ও অত্যাচারিত হওয়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এলাকা পরিদর্শন কোচবিহার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিত প্রামানিক। তার সাথে কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেন চন্দ্র বর্মন সহ জেলা বিজেপির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন । এদিন কোচবিহার থেকে সোজা তিনি মাথাভাঙ্গার হাজেরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যান । সেখান বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলেন । এরপর শীতলকুচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানি গ্রাম ভোট পরবর্তী হিংসার পর বাড়ি ছাড়া বিজেপি কর্মী বিপিন বর্মন বাড়িতে যান প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিকসহ বিজেপি নেতৃত্ব । গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন থেকেই হরমোনের বাড়ি ভাঙচুর করা হয় ও তাকে মারধর করা হয় এই অবস্থাতেই বর্তমানে দীর্ঘ এক বছর ধরে সে বাড়িছাড়া রয়েছে। ভিন্ন রাজ্যের তিনি বর্তমানে কাজ করেন ও তার ছেলে মাথাভাঙ্গা মামার বাড়িতে থেকে কোনরকম পড়াশোনা করছে বলে জানান তার ছেলে বরুণ বর্মন । এদিন তার হাতে আর্থিক সহযোগিতাও তুলে দেয় মন্ত্রী । বিপিন বর্মনের ছেলে বরুণ বর্মন বলেন বাবা ভিন্ন রাজ্যে কাজ করে ভোট পরবর্তী হিংসায় মার খাবার পর বেশ কিছুদিন হাসপাতলে ছিলেন তিনি । বাড়িতে করা হয়েছিল লুটপাট ওই অবস্থাতেই বাড়ি রয়েছে বর্তমানে । বাড়ি ফিরতে চান তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here