শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৫সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:- নিম্নমানের কাজের অভিযোগ তুলে আন্দোলনের নামলো বাসিন্দারা।অভিযোগ,নর্দমা তৈরি করার কাজে এমনি অভিযোগ সরব হলেন গ্রাম গ্রামবাসীরা।করা হয় পথ করে বিক্ষোভ দেখায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহারমোড় এলাকায়। পঞ্চায়েত ও প্রশাসনের কারণে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহারমোড় এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এলাকার গোটাহার মোড়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় বাজার বসে। রয়েছে স্থায়ী দোকানপাট সহ বসতিও। কিন্তু সামান্য বৃষ্টি হলে জলকাদায় পরিনত হয়। এতে চরম সমস্যায় পড়েন বাজারে আসা ক্রেতা ও বিক্রেতা চরম সমস্যায় পড়েন। সমস্যা দুর করতে পাকা নর্দমা তৈরির কাজ শুরু। এর মাঝেই এদিন নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে সরব হন এলাকার বাসিন্দারা।

এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, নিম্নমানের জিনিস দিয়ে ড্রেন তৈরি করা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই নিয়ম মেনে কাজ করুক ঠিকাদার।

পঞ্চায়েতের প্রধান ও ব্লকের বিডিও জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিতে সমস্যা সমাধান করা হবে।