মিঠুন চক্রবর্তী কে সার্কিট হাউস দিতে অস্বীকার প্রশাসনের, অনীহা প্রকাশ হোটেল মালিকদেরও

0
544

মিঠুন চক্রবর্তী কে সার্কিট হাউস দিতে অস্বীকার প্রশাসনের, অনীহা প্রকাশ হোটেল মালিকদেরও। বালুরঘাটের লজ্জা, বললেন সুকান্ত মজুমদার 

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ সেপ্টেম্বর–– বিজেপির সর্বভারতীয় নেতা এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীকে প্রশাসনের না । বাংলা সিনেমার মহাগুরুকে বালুরঘাট সার্কিট হাউস ভাড়া দিতে অস্বীকার করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । মহালয়ার আগের দিন এমন অভিযোগ তুলে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর অভিযোগ শাসক দল ও প্রশাসন এখন এই রাজ্যে গুলিয়ে দেওয়া হয়েছে। যার ফলে স্রেফ রাজনৈতিক কারনে ভারতের সুপার স্টারকে সার্কিট হাউসে জায়গা দেওয়া হলোনা। যা বালুরঘাটের মত সাংষ্কৃতিক শহরের লজ্জা বলেই মন্তব্য করেছেন  রাজ্য বিজেপির সভাপতি । এমনকি বেসরকারি হোটেলগুলিও মিঠুন চক্রবর্তীকে জায়গা দিতে অনীহা প্রকাশ করেছে বলে দাবী করেছে বিজেপি।  ফলে বাধ্য হয়েই প্রতিবেশী জেলা মালদাতেই মিঠুন দার থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জনিয়েছেন সুকান্ত মজুমদার । 
মহালয়ায় দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটে থাকবেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। পূজো উদ্বোধন সহ বেশকিছু কার্যক্রম রয়েছে তার । সেই জন্য সার্কিট হাউস বুকিং করতে গিয়েছিল বিজেপি নেতৃত্বরা । কিন্তু বুকিং নেওয়া হয়নি । ফলে দলতন্ত্রের অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিজেপি। জেলা বিজেপির অভিযোগ মিঠুন চক্রবর্তীর জন্য ঘর বুকিং করতে গেলে তাদের ঘর বুকিং নেওয়া হয় না। অন্যদিকে তৃণমূলের সাধারণ কোনো নেতা আসলেই অনায়াসে সার্কিট হাউসে থাকতে পারছেন বলেও অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। 
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, প্রশাসন আর তৃণমূল আলাদা কিছু নয়। আর সে কারনেই বাংলার মানুষের আবেগ সুপারস্টার মিঠুন চক্রবর্তী কে সার্কিট হাউসে থাকতে বাধা দেওয়া হয়েছে।
জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, সার্কিট হাউজ সরকারি কাজে ব্যবহৃত হয় । দলগত কাজের জন্য নয় । তবে বিষয়টি প্রশাসন ভালো বলতে পারবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here