তপন থানার রাজা বল্লভচক এলাকায় পথ দুর্ঘটনার মৃত্যু হল এক যুবকের

0
161

তপন থানার রাজা বল্লভচক এলাকায় পথ দুর্ঘটনার মৃত্যু হল এক যুবকের, ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর কুড়ি সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর। পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনার শোরগোল পড়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানার রাজ বল্লভচক এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে এদিন ভোরে তার মৃত্যু হয় সেখানেই।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম রতন তিরকি বয়স ৪৫বছর তার বাড়ি তখন থানার রাজবল্লভ চক এলাকায়।মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে একটি প্রয়োজনে মৃত কৃষক আদিবাসী ঘরের ছেলে তপনে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় থাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে এদিন সকালে তার মৃত্যু হয়।
মৃতের ছেলে জানিয়েছেন, বাবা যেভাবে চলে যাবে সেটা বুঝে উঠতে পারিনি।
গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকার জন্য শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here