সংস্কারের অভাবে ভুতুড়ে বাংলোয় পরিনত শিশুশিক্ষা কেন্দ্র, ৪০ জন শিশুর জীবনের ঝুঁকি নিয়েই চলছে পঠন পাঠন

0
180

সংস্কারের অভাবে ভুতুড়ে বাংলোয় পরিনত শিশুশিক্ষা কেন্দ্র, ৪০ জন শিশুর জীবনের ঝুঁকি নিয়েই চলছে পঠন পাঠন। হিলির মানিকোর শিশুশিক্ষা কেন্দ্র নিয়ে আতঙ্ক গ্রামবাসীদের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৬ সেপ্টেম্বর–– সংস্কারের অভাবে ভুতুড়ে বাংলোতে পরিনত শিশুশিক্ষা কেন্দ্র। ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত খুদে পড়ুয়া ও তার অভিভাবকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি হিলির মানিকোর পাহান পাড়া শিশুশিক্ষা কেন্দ্রের। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা শিশুশিক্ষা কেন্দ্র নিয়ে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের মানিকোর পাহান পাড়ায় অবস্থিত ওই শিশুশিক্ষা কেন্দ্রটি। যেখানে প্রায় ৪০ জন খুদে পড়ুয়া রয়েছে। ২০০৫ সালে শিশু শিক্ষা কেন্দ্রটি তৈরি হবার পর আর সেভাবে কোন সংস্কার না হওয়ায় কার্যত ভুতুড়ে ভগ্নদশাপ্রাপ্ত বাংলোয় পরিনত হয়েছে। ঘরের চারদিকে বড়ো বড়ো ফাটলে যেকোন মুহুর্তে তৈরি  হয়েছে ভেঙে পড়বার আশঙ্কা। শুধু তাই নয়, সাপের উপদ্রবেও রীতিমতো আতঙ্কিত পড়ুয়াদের অভিভাবকেরা। সংস্কারের অভাবে ঘরের ভিতর গজিয়ে উঠেছে আগাছা । জঙ্গলে ভরে রয়েছে চারপাশ । এমনকি ঘরের ছাদের টিনও ভেঙে পড়েছে । দেওয়াল ফেটে যাওয়ায় সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে পড়ুয়া ও দিদিমনিদের। এমন পরিস্থিতি থেকে নিস্তার পেতে ক্ষোভ উগড়ে দেন অভিভাবক সহ গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলেও কেন নজরে আসছে না প্রশাসনের সেই প্রশ্ন তুলেও সরব হয়েছেন গ্রামবাসীরা।
এলাকার বাসিন্দা অমি পাহান ও তাপসি পাহানরা বলেন, যেকোন মুহুর্তে ওই শিশুশিক্ষা কেন্দ্রটি ভেঙে  পড়ে  দুর্ঘটনা ঘটতে পারে। বার বার অভিযোগ জানাবার পরেও কোন অজানা কারনে তা মেরামত হচ্ছে না।
শিশুশিক্ষা কেন্দ্রের দিদিমনি কবিতা বর্মন তার কেন্দ্রের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, এ নিয়ে তিনি নিজেও আতঙ্কিত।  যেকোন মুহুর্তে বিপদ ঘটতে পারে বলেও জানিয়েছেন তিনি।  কিন্তু কি কারনে শিশুশিক্ষা কেন্দ্রটি সারাই হচ্ছে না তা তারও অজানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here