বর্ধিত জিএসটির হার কমানোর দাবিতে রাস্তায় নামলো দক্ষিন দিনাজপুর ব্রিকস ফিল্ড ওনার্স এসোসিয়েশন

0
299

বর্ধিত জিএসটির হার কমানোর দাবিতে রাস্তায় নামলো দক্ষিন দিনাজপুর ব্রিকস ফিল্ড ওনার্স এসোসিয়েশন, একাধিক দাবিতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ মালিক ও শ্রমিকদের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪ সেপ্টেম্বর— বর্ধিত জিএসটি হারের প্রতিবাদ সহ একাধিক দাবীতে আন্দোলনে নামলো দক্ষিণ দিনাজপুর ব্রিকস ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার  বালুরঘাটে জেলাশাসকের অফিসের সামনে মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকেন ইটভাটার শ্রমিক ও মালিকরা। ঘটনা নিয়ে ইটভাটার মালিকদের তরফে একটি লিখিত দাবিপত্রও পেশ করা হয় জেলাশাসকের কাছে। সংগঠনের দাবি, ন্যায্য মূল্যে কয়লা সরবরাহ করতে হবে, বর্ধিত জিএসটি’র হার কমিয়ে আনতে হবে । এদিন এইসমস্ত বেশকিছু দাবী দাওয়া সম্বলিত একটি দাবীপত্র জেলা শাসককে জমা দিয়েছে ইটভাটা সংগঠনের তরফে ।সংগঠনের পক্ষে পবন কুমার গোয়েঙ্কা জানিয়েছেন, তাদের দাবী দাওয়া পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here