গঙ্গারামপুর মহকুমা জুড়ে আসন্ন দুর্গাপুজোকে ঘিরে পূজা কমিটির সঙ্গে প্রশাসনিক বৈঠক হলো শনিবার বংশীহারী ব্লকের টাঙ্গন সভা কক্ষে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশন এরিয়ার মধ্যে গঙ্গারামপুর, বংশীহারী, হরিরামপুর ও কুশমন্ডি থেকে আসা পূজা কমিটির সদস্যদের নিয়ে করা হলো প্রশাসনিক বৈঠক । এদিন প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ডেনডুপ শেরপা। গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ চার থানার আইসি ও বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। জানিয়ে দেওয়া হয় ৪০ ফিটের উর্ধ্বে প্যান্ডেলের উচ্চতা করা যাবে না। খোলামেলা পূজা মন্ডপ করতে হবে, ইলেকট্রিক সংযোগ, খোলা মেলা প্রবেশপথ ও বাহের পথ করতে হবে। বিসর্জন সহ সরকারি সাহায্য প্রাপ্ত পূজা কমিটির যাবতীয় খরচের ভাউচার সংরক্ষণ এর নির্দেশ দেন। প্রতিটি প্যান্ডেলে আগুন নেভানোর সরঞ্জাম রাখতে হবে। তা না থাকলে পূজা কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৫ সে সেপ্টেম্বর এর মধ্যে পূজার অনুমতি অনলাইনে ও নেওয়া যাবে।
এই বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ডেনডুপ শেরপা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমাস গঙ্গারামপুর মহকুমা জুড়ে আসন্ন দুর্গাপুজোকে ঘিরে পূজা কমিটির সঙ্গে প্রশাসনিক বৈঠক হলো বংশীহারী ব্লকের টাঙ্গন সভা কক্ষে। সবাই যেন নিয়ম মেনে পুজোতে মেতে উঠেন সেটাই আমি আশা রাখছি।