শিলিগুড়ি:-
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ এসওজি এবং শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার যৌথ উদ্যোগে কাওয়াখালী মেনরোডে অভিযান চালিয়ে প্রায় ৪০০গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।ধৃতরা হল সাদ্দাম হুসেন,সোনু সা ও মহম্মদ জাব্বার।পুলিশ সূত্রে জানা গিয়েছে,সাদ্দাম ও জব্বরের বাড়ি প্রধান নগর সাউথ বাঘাযতীন কলোনি এলাকায়।এবং সোনু সা এর বাড়ি গুরুংবস্তি এলাকায়।এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি আসিস সুব্বা উপস্থিতিতে উদ্ধার হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়।জানা গিয়েছে ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে।ধৃতদের রিমান্ডে নিয়ে পুলিশ সমস্ত ঘটনা তদন্ত চালাবে বলে জানা গিয়েছে।

















