প্রশাসনিক গাফিলতি! পরীক্ষায় সফলের পরেও বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলে ভর্তি হতে না পারায় বিক্ষোভ ছাত্রীদের, পাশে দাড়ালেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি

0
339

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ সেপ্টেম্বর––– প্রশাসনিক গাফিলতিতে বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলে ভর্তি হতে না পারা বিক্ষোভরত ছাত্রীদের আন্দোলনে সামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার দুপুরে বিক্ষোভরত প্রায় ৩৬ জন ছাত্রীর হয়ে নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল রঞ্জুলিকা মুখার্জির সাথে কথা বলেন। সমস্যা সমাধানের দিশা দেখিয়ে আশ্বস্ত করা হয় সাংসদকে, স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও চব্বিশ ঘন্টার সময়সীমা বেধে দিয়ে আন্দোলনে নামবার হুশিয়ারি দিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  


জয়েন্ট এন্ট্রান্স-এ উতীর্ণ হয়ে কাউন্সিলিংএর মাধ্যমে নার্সিং-এ সুযোগ পেয়েও ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের বিরুদ্ধে। ভর্তি হতে না পেরে একপ্রকার বাধ্য হয়ে মঙ্গলবার বিকেল থেকে ওই নার্সিং ট্রেনিং স্কুলের সামনে ধর্নায় বসেন মালদা, রায়গঞ্জ, বালুরঘাট সহ দূর দুরান্তের বহু আবেদনকারীরা। দুরবর্তী বিভিন্ন এলাকা থেকে তাঁরা ভর্তি হতে আসলেও স্কুল কর্তৃপক্ষ জানায় যে কোন আসন আর খালি নেই। আবেদনকারীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাগজ দেখালেও নার্সিং স্কুল কর্তৃপক্ষ তা মানতে চায়নি। যে ঘটনা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন একদল তরুনী। একপ্রকার বাধ্য হয়ে স্কুল বিল্ডিংএর ভেতরেই ধর্নায় বসে পড়েন তারা। যে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বুধবার সকাল থেকে  এলাকায় মোতায়েন করা হয় প্রচুর মহিলা পুলিশকে। যাকে ঘিরে আরো উত্তেজিত হয়ে ওঠে বিক্ষোভকারীরা। ছাত্রীদের অভিযোগ, পরীক্ষায় পাশ করার পর কাউন্সিলিংএর মাধ্যমে বালুরঘাটে ট্রেনিং স্কুলে ভর্তির সুযোগ পেয়েও তারা বঞ্চিত। কর্তৃপক্ষের দাবি বালুরঘাটে সিট পূর্ণ হয়ে গেছে বলে ভর্তি নেওয়া হচ্ছে না। এদিন এই খবর পেতেই বালুরঘাট নার্সিং স্কুলের সামনে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বিক্ষোভকারী ছাত্রীদের পাশে দাঁড়িয়ে কথা বলেন নার্সিং ট্রেনিং কলেজের প্রিন্সিপালের সাথে। সমাধান না হলে সকলকে আন্দোলনে নামবার জন্য প্রস্তুতও থাকতে বলেন তিনি। উল্লেখ্য, ৬৩ আসনের বালুরঘাট নার্সিং ট্রেনিং কলেজে এবারে জয়েন্ট এন্ট্রাসে উত্তীর্ণ ৩৬ জনকে কাউন্সিলিং এর মাধ্যমে পাঠানো হয় বালুরঘাটে। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে ওই নার্সিং ট্রেনিং কলেজের প্রায় ৫৫ টি আসনই ভর্তি থাকায় বিপাকে পড়ে যান ট্রেনিং নিতে আসা দূর দুরান্তের ৩৬ জন ছাত্রী। আর যা নিয়েই শুরু হয় বিক্ষোভ। 


বিক্ষোভকারী ছাত্রী আলপনা সরকার বলেন, তারা এই কলেজে ট্রেনিং নেবার প্রকৃত দাবিদার। পরীক্ষায় সফলতা হয়েই এখানে এসেছেন। কিন্তু কিভাবে তার আগেই আসন ভর্তি হয়ে থাকলো তা নিয়েই তাদের প্রশ্ন। তারা চান এই কলেজেই তাদের ভর্তি।
সুকান্ত মজুমদার বলেন,  গাফিলতি বা স্বজন পোষন কিছু একটা কাজ করেছে এখানে। তিনি ছাত্রীদের নায্য দাবি নিয়ে কতৃপক্ষের সাথে কথা বলেছেন। চব্বিশ ঘন্টার মধ্যে তা কার্যকর না হলে তারা আন্দোলনে নামবেন।


যদিও নার্সিং ট্রেনিং কলেজের প্রিন্সিপাল রঞ্জুলিকা মুখার্জি বলেন, উচ্চতর কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

ReplyReply allForward

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here