শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৭ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-হাতে কলমে স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়া স্টুডেন্ট হেলথ হোমে আঞ্চলিক অফিসে অনুষ্ঠিনটি অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট হেলথ হোমের গঙ্গারামপুর আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্কুলের ৫০জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সচেতন করানোর জন্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের শারীরিক ও মানসিক সমস্যা চিহ্নিত করবেন তার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।সেখানে মালদা মেডিকেল কলেজের ৬জন অধ্যক্ষও।

গঙ্গারামপুর শহরের ১২নম্বর ওয়ার্ডে অবস্থিত স্টুডেন্ট হেলথ হোমের গঙ্গারামপুরের আঞ্চলিক কার্য্যালয়টি। বহুদিন আগে ছাত্র ছাত্রীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহযোগীতা করতে এমন শাখা অফিস খোলা হয়েছিল। বুধবার দুপুরে স্টুডেন্ট হেলথ হোমের গঙ্গারামপুরের আঞ্চলিক কার্য্যলয়ে হাতে কলমে স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত হল।যে কর্মশালার উদ্দেশ্যে ছিল স্বাস্থ্য সচেতন করানোর জন্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের শারীরিক ও মানসিক সমস্যা চিহ্নিত করবেন তার জন্য তাঁরা কিভাবে সেই বিষয়টি বুঝতে পারবেন সেই কারণেই।সেখানে মালদা মেডিকেল কলেজের ৬জন চিকিৎসক অধ্যপক উপস্থিত ছিলেন।
এবিষয়ে টুডেন্ট হেলথ হোমের রাজ্য কমিটির সাধারন সম্পাদক ডঃ-প্রবিত্র গোস্বামী জানিয়েছেন,আমরা চাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীরা যেন চিকিৎসা সংক্রান্ত সব ধরনের পরিষেবা পান।সেই কারণেই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর ফলে অনেক অসুবিধায় দুর হবে।
গঙ্গারামপুরের স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কার্যলয়ের সম্পাদক অনিমেষ লাহিড়ী বলেন,আমাদের এই সংস্থা সব সময় চেয়েছে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরিষেবা দিতে৷সেই জন্য এমন কর্মসুচী নেওয়া হয়েছে। গঙ্গারামপুরের স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কার্যালয়ের এমন অনুষ্ঠানকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।