গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের পাশে পথ দুর্ঘটনায় আহত হল তিন যুবক

0
588

গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের পাশে পথ দুর্ঘটনায় আহত হল তিন যুবক,ভর্তি করা হল হাসপাতালে

শীতল চক্রবতী গঙ্গারামপুর ৬সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর-পথ দুর্ঘটনায় আহত হল তিন যুবক। মঙ্গলবার রাত ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর ব্রিজের পাশে রামলালের দোকানের সামনে। আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁদের চিকিৎসা করছে ঘটনায় শোরগোল পরেছে এলাকাজুড়ে।
পুলিশ জানাই আহতরা হলেন,মটোর বাইক চালক সুমন কর,দ্বীপঙ্কর রায় ও অভয় দত্ত। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুরে।
সুত্রে যানা গিয়েছে আহতরা এদিন রাতে একটি বাইকে করে তিনজন গঙ্গারামপুরের দিকে আসছিল।সেই সময় গঙ্গারামপুরের দিক থেকে মহারাজপুরে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ওই মটোর বাইকে ধাক্কা দিলে এমন ঘটনা ঘটে। পরে এলাকাবাসীরা তাঁদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।
আহতের এক আত্মীয় ও এক এলাকাবাসী জানিয়েছেন,ট্রাক্টার ধাক্কা মারার ফলে এমন ঘটনা ঘটেছে। আহদের চিকিৎসা চলছে। এমন ঘটনায় শোরগোল পরেছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here