অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে হানা দিল সিআইবি অর্থাৎ রেলের এই ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ

0
729

শিলিগুড়ি:-

সাইনবোর্ডে সরকারি অনুমোদনের কথা লিখে নিজের নামে একাউন্ট খুলে দেদার রেলের টিকিট বিক্রি করছিল ফুলবাড়ীর বাইপাস মোড় লাগোয়া একটি ট্রাভেল কোম্পানি।অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে মঙ্গলবার শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ীতে হানা দিল সিআইবি অর্থাৎ রেলের এই ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ।জানা গেছে সেখানে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল সরকারি অনুমোদন ছাড়াই বিক্রি করছে রেলের টিকিট।এভাবে টিকিট বিক্রি আইনত অপরাধ।সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্রেতা সাজে রেলের গোয়েন্দা দপ্তরের সিআইবির আধিকারিকরা।রীতিমতো তাদের কাছেও টিকিট বিক্রি করে দেয় ওই ট্যুর ট্রাভেল এজেন্সির কর্তা তানভীর আলম।তাতেই অভিযোগ প্রমাণিত হয় এখান থেকে রেলের টিকিট অবৈধভাবে বিক্রি হচ্ছে।তারপর থেকেই নজরদারি চালাতে থাকে সিআইবির কর্তারা।এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহায়তা নিয়ে শেষে আর পি এফ( RPF) হাজির হয় ফুলবাড়ী বাইপাস মোড়ের নির্দিষ্ট ইকরা ট্যুর এন্ড ট্রাভেলসে।দেখাবে অভিযান চালায় তারা।এই অভিযানে নেতৃত্ব দেন সিআইবির এনজেপির সাব ইন্সপেক্টর বিশাল কুমার।প্রায় দু’ঘণ্টা ধরে সেখানে নানা নথিপত্র,ব্যাংক একাউন্ট কম্পিউটার খতিয়ে দেখা হয়।শেষে প্রমাণ মিলে শতশত টিকিট বিক্রির।ফুলবাড়ি বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে এই এজেন্সি খুলে বসেছেন তানভীর আলম।এদিনের এই অভিযানে ওই টিকিট বুকিং কাউন্টার থেকে তানভীর আলমকে আটক করে সিআইবির কর্তারা।পাশাপাশি তার নথিপত্র এবং কম্পিউটারও এবং টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।গোটা ঘটনায় তদন্ত করে দেখছে পুলিশ ও সিআইবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here