শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৫ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষককে সম্মান জানান মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে বেলবাড়ি হাই স্কুলের শিক্ষক পার্থ সরকারকে সম্মান জানানো হয়। সেখানে মহিলা নেত্রীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকার এবছর ভালো কাজের জন্য জেলা থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন। ইতিমধ্যে জেলাশাসক তার হাতে পুরস্কারপ্রাপ্ত তুলে দিয়েছেন। এদিন রাত্রে গঙ্গারামপুর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পার্থ সরকারকে সম্মান জানানো হয়। সেখানে গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শম্পা ঘোষ বিশ্বাস, সহ একাধিক মহিলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

এমন সম্মান পাবার পরে পার্থবাবু জানালেন, সত্যি খুবই ভালো লাগছে এমন সম্মান পেয়ে।
গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক শম্পা ঘোষ বিশ্বাস বলেন, শিক্ষক আমাদের মুখ উজ্জ্বল করেছে তাই তাকে সম্মান জানানো হলো দলের তরফে।
এদিন টাউন মহিলা তৃণমূল নেতৃত্বদের অনুষ্ঠানে ভিড হয়েছিল ভালোই