পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ সেপ্টেম্বর ————- শিক্ষারত্ন পার্থ সরকারকে শিক্ষক দিবসে বিশেষ সংবর্ধনা দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের। ৫০ হাজার টাকার চেক, মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। সোমবার জেলাশাসকের মিনি কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুরের কাদিঘাট বেলবাড়ি হাইস্কুলের ওই শিক্ষককে শিক্ষারত্নে ভুষিত করেন জেলাশাসক।
একইসাথে এদিন বালুরঘাট শহরের সাতটি স্কুলের প্রধান শিক্ষকদের শিক্ষক দিবসের বিশেষ শুভেচ্ছা বার্তা সহ ফুলের তোড়া তাদের সন্মান জানান জেলাশাসক। এদিনের এই অনুষ্ঠানে জেলাশাসক বিজিন কৃষ্ণা ছাড়াও উপস্থিত ছিলেন অনান্য সরকারী আধিকারিকরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে কাদিঘাট বেলবাড়ি হাইস্কুলের শিক্ষক পার্থ সরকারের নাম সামনে আসে শিক্ষারত্নের জন্য। দীর্ঘ শিক্ষকতার জীবনে স্কুলের ভোল বদলে দেবার পাশাপাশি বদলে দিয়েছেন স্কুলের পঠন পাঠনের পরিবেশও। আর তার জেরেই ওই স্কুল থেকে একাধিকবার রাজ্য পর্যায়ে সফলতা পেয়েছে ছাত্র ছাত্রীরা। শুধু তাই নয়, পড়াশুনার মান বদলে স্কুলকে একটি বিশেষ জায়গায় নিয়ে গিয়ে দাড় করিয়েছেন পার্থবাবু। আর সেই নিরিখেই এবারের শিক্ষক দিবসে শিক্ষারত্ন সন্মানে ভুষিত হন শিক্ষক পার্থ সরকার।

পার্থ বাবু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সরকারের তরফ থেকে দেওয়া এই সন্মান পেয়ে খুবই ভালো লাগছে তার। আগামীতেও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চান তিনি।