দুই মাসের শিশুর পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য কুমারগঞ্জে, মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ আগস্ট——- দুই মাসের শিশুর পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের ভোঁওর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত ওই শিশুর নাম রাহুল সরেন(২ মাস)। ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে স্থানীয় কুমারগঞ্জ থানাতে খবর দিলে মৃত শিশুর দেহটি উদ্ধার করে তা সোমবার বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শিশুর মা। পরিবারের পক্ষ থেকে মৃত শিশুর মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, কুমারগঞ্জ ব্লকের ভোওর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম এলাকার বাসিন্দা বাপ্পা সরেন। স্ত্রী দিপালী মুর্মু। বাপ্পা সরেন পেশায় পরিযায়ী শ্রমিক। তাদের দুটি সন্তান রয়েছে। তার মধ্যে রাহুল ছোট সন্তান। বাপ্পা গত ৭-৮ মাস আগে গোয়াতে কাজ করতে গেছেন৷ বাড়িতে স্ত্রী ও দুই সন্তান ছিল। গত শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় দিপালী মুর্মু। এরপর রবিবার রাতে রাহুলের পচাগলা দেহ উদ্ধার হয়। যা নিয়েই মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে পরিবারের লোকেরা।
এদিন বালুরঘাট হাসপাতালে দাঁড়িয়ে মৃত শিশুর কাকা অভিজিৎ সরেন বলেন, রাত এগারোটা নাগাদ তার দাদা বাপ্পা সোরেন ফোন করে জানায় এই ঘটনা । বাড়ি গিয়ে এমন ঘটনা প্রত্যক্ষ করে । এই ঘটনায় কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । এই ঘটনার কুমারগঞ্জ থানার তদন্তকারী অফিসার মকলেসুর রহমান জানিয়েছেন, ঘটনার পুর্নাঙ্গ তদন্ত করে উপযুক্ত ব্যহস্থা গ্রহণ করা হবে ।