দুয়ারে জঙ্গি এই স্লোগানকে সামনে রেখে বিজেপি টাউন মন্ডলের তরফে গঙ্গারামপুরে বিজেপির রাজ্য সভাপতি হাজির হয়েছিলেন, পুলিশকে বললেন চাকরি কি তৃণমূল দিয়েছে। মিছিলে ভিড় হলো ব্যাপক

0
273

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৪ অগাস্ট দক্ষিণ দিনাজপুর:-দুয়ারে জঙ্গি, সাবধান। বাড়িতে বোমা মারলে কোন দাদা বাঁচাতে পারবেন না। আমাদের পার্টি অফিস দখল হয়েছে। আইসি থেকে শুরু করে এসডিপিও জেলা পুলিশ সুপারকে জানিয়েছি। তারা কিছু করেনি দেখে মনে হচ্ছে পড়াশুনা করে নয়, তৃণমূল কংগ্রেস তাদের চাকরি দিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিজেপি টাউন মন্ডলের তরফে গোটা শহরে বিক্ষোভ মিছিল ও থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। সেখানেই জেলা সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনই অভিযোগ করেন।

এদিন বিকেলে গঙ্গারামপুর বিজেপি টাউন মন্ডল কমিটির তরফে গঙ্গারামপুর নতুন বাসস্ট্যান্ড থেকে দুয়ারে জঙ্গি এ স্লোগানকে সামনে রেখে সমগ্র শহর মিছিল ও থানার সামনে বিক্ষোভে করে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা।সেই মিছিলে যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর ও তপনের বিজেপির বিধায়ক বুধরাই টুডু,সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি নেতা অশোকবর্ধন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিনের বিজেপির এই মিছিলে ও থানার সামনে বিক্ষোভ মিছিলে ব্যাপক পরিমাণে ভিড় জমে।

  জেলা সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দের অভিযোগ করে বলেন, দুয়ারে জঙ্গি, কোন দাদা বাঁচাতে পারবে না যদি তারা বোম মারে। গঙ্গারামপুরে আমাদের পার্টি অফিস দখল হয়েছে। পুলিশের নিচে থেকে উপর তলায় সব জায়গায় জানানো হয়েছে।পুলিশ যেন এমন করছে তৃণমূল তার যেন তাদের চাকরি দিয়েছে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন রাজ্য বিজেপি সভাপতি।

   এদিন বিজেপির মিছিল ও থানার সামনে বিক্ষোভে ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here