জলপাইগুড়িঃ- “গরুচোর” আর “গরুচুরি” এখন এই বাংলার অতি আলোচিত শব্দ। আর এই গরুচোর সন্দেহে এবার মৃত্যুর ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলায়।
জলপাইগুড়ির কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়ার ঘটনা ,সূত্রের খবর মৃতের নামা সালাম মহম্মদ, বাংলাদেশের পঞ্চগড়ের কাহারপাড়ার বাসিন্দা সে।





















