জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তান্ডব

0
456

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ২৩ শে আগস্ট দক্ষিণ দিনাজ পুর। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তান্ডব শুরু হয়েছে। অভিযোগ উঠেছে ভেঙে ফেলা হয়েছে ভারত যাকাত মাঝি পারগানা মহলের কার্যালয় দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর অজন্তা গ্রামের পার্টি অফিসটি। এবিষয়ে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে লেখা জুড়ে।


জানা যায় বেশ কয়েক দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত অজন্তর গ্রামের এক লোকের জমির বিবাদেকে কেন্দ্র করে গাছ কাটার পর থেকে শুরু হয় ঝামেলা।আর সেই ঝামেলার জেরে রবিবার রাত্রিতে নটা নাগাদ ভেঙে ফেলা হয় ভারত জাকাত মাঝি পারগানা মহলের কার্যালয়। ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা অভিযোগ করে বলেছেন আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির শাখা সংগঠনের সদস্যরা গতকাল রাত্রি ৯ টা নাগাদ মাঝি পারগানা মহলে এসে তান্ডব চালিয়ে সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। প্রশাসনের কাছে দ্বারস্ত হয়ে সমস্যার সমাধানের আশ্বাস মাঝি পারগানা মহলে সদস্যদের। যদি প্রশাসন ব্যবস্থা না নেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
এবিষয়ে ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি অরুন কুমার হাঁসদা জানিয়েছেন, একটি জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে ভিডিও ভাইরাল করা হয়। কথোপকথন করার জন্য আমরা সেই ব্যক্তিকে ডেকে নিয়ে আলোচনায় বসি। কিন্তু আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির শাখা সংগঠনের সদস্যরা আমাদের মাঝি পরগনা মহলের ভাঙচুর করে দেন। যারা আমাদের পরগনা মহল ভাঙচুর করেছেন তাদের শাস্তি দাবি জানায়।
আদিবাসী তৃণমূল শাখা সংগঠনের সদস্যদের কাছ থেকে জানা যায় অজন্তর গ্রামের একটি জায়গা অন্যায় ভাবে অন্যজনের নামে রেকর্ড করে নেওয়া হয়েছে। আর সেই রেকর্ড বলেই ওই জায়গার গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়াও পরিমল মার্ডি নামে এক ব্যক্তিকে তিলে নিয়ে গিয়েছিলেন। যাকে ঘিরে ঝামেলা শুরু হয়েছিল।
এ বিষয়ে আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ হাসদা জানিয়েছেন,একটি জমি বিভাগকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল তবে ভারত জাকাত মাঝি পারগানা মহলের কার্যালয় কে ভাঙচুর করেছে সেটা আমরা জানি না। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে।
পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here