শিলিগুড়ি:-নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক নির্মাণ শ্রমিক।ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির বাগডোগর এলকার এয়ারপোর্ট মোড় এলাকায়।জানা গিয়েছে ওই শ্রমিকের নাম মহম্মদ আলফাস।তার বাড়ি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকায়,তবে তিনি কর্মসূত্রে বাগডোগরা এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।জানা গিয়েছে এদিন ওই শ্রমিক যখন ওই নির্মীয়মান বহুতল বাড়িটিতে কাজ করছিল সেই সময় কোন কারনে হাই ভোল্টেজজ বিদ্যুৎ তারে সংস্পর্শে চলে আসে সে।এরপরই বিদ্যুৎকৃষ্ট হয়ে বহুতল বিল্ডিং থেকে নিচে পড়ে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে আসে বাগডোগরা থানার পুলিশ।ঘটনাস্থলে পুলিশ এলাকাবাসী ও অন্যান্য শ্রমিকদের সাহায্যে তার মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Home বাংলা উত্তর বাংলা বিদ্যুৎপৃষ্ট হয়ে বহুতল বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হল নির্মাণ শ্রমিকের,শোকের ছায়া এলাকায়