পুলিশি উদাসীনতায় বাড়ছে মদ্যপ বাইক চালকদের তান্ডব, আহত চার

0
857

পুলিশি উদাসীনতায় বাড়ছে মদ্যপ বাইক চালকদের তান্ডব, রাস্তার পাশ দিয়ে যাওয়া বাইক চালককে উড়িয়ে দেয় বেপরোয়া গতির মোটরবাইক, আহত চার

পিন্টু কুন্ডু,বালুরঘাট, ২১ আগষ্ট ———— পুলিশি উদাসীনতায় মদ্যপ বাইক চালকদের তান্ডব বালুরঘাট শহরে। রাস্তার পাশ দিয়ে বাজার সেরে বাড়ি ফেরার পথে এক বাইক চালককে কার্যত উড়িয়ে দিল বেপরোয়া গতির মোটরবাইক। ঘটনায় গুরুতর আহত দুই বাইকের মোট চারজন। যাদের কারোরই মাথায় হেলমেট লক্ষ্য করা যায়নি। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি  বালুরঘাট শহরের মঙ্গলপুর ভিডিও হল মোড় এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে। মদ্যপ বাইক বাহিনীর দৌরাত্ম্যেই এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। জানা যায় এদিন দুপুরে একটি মোটর বাইকে চেপে তিন মদ্যপ যুবক বেপরোয়া গতিতে ছুটছিল। সেসময় অল্প গতিতে উল্টোদিক থেকে বাজার সেরে ফিরছিলেন এক ব্যক্তি। শহরের ভিডিও হল মোড় এলাকায় দ্রুত গতিতে ছোটা বাইকটি সামনে থেকে সজোরে ধাক্কা মারে ওই বাইক চালককে। ঘটনায় এদিক ওদিক ছিটকে পরে দুই বাইকে থাকা  মোট চারজন। যাদের প্রত্যেকেই  গুরুতর আহত হয়।  স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায়  আহতদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায়  চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশি নিস্ক্রিয়তায় এই রাস্তায় রাতদিন বেপরোয়া গতিতে ছোটে একশ্রেণির যুবক। তাদের কারণে এই এলাকায় এই ধরণের দূর্ঘটনা নিয়মিত ঘটছে। পুলিশের এব্যাপারে সক্রিয়তা প্রয়োজন।
সজল কর্মকার ও সাধু নামে স্থানীয় বাসিন্দারা বলেন, বেপরোয়া গতির বাইকে তারা অতিষ্ঠ।  প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে চলেছে। বেপরোয়া গতির বাইক রুখতে পুলিশের সক্রিয় পদক্ষেপ গ্রহন করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here