সাতসকালে রাস্তার পাশের ডোবা থেকে রং মিস্ত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য

0
495

সাতসকালে রাস্তার পাশের ডোবা থেকে রং মিস্ত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য, বালুরঘাটের চকভৃগু এলাকার ঘটনা  

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ আগস্ট——— রং মিস্ত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে বালুরঘাট শহরের চকভৃগু রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি ডোবা থেকেই উদ্ধার হয়েছে ওই মিস্ত্রীর দেহ। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুবোধ তালুকদার(৪২)। বাড়ি বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চকভৃগু বগুড়াপাড়া এলাকায়।  এদিন সকালে মৃতদেহটি প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা ও  প্রাতঃভ্রমণকারীরা। বিষয়টি নজর আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাট জেলা হাসপাতালে। যদিও স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি,   খুন করেই ফেলে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। কেননা মৃতের শরীরের একাধিক জায়গায় ক্ষতর চিহ্ন রয়েছে। শুধু তাই নয়, মৃত ওই ব্যক্তির একটি পা ভাঙা থাকবার পাশাপাশি তার কান দিয়ে রক্তও বের হতে দেখা গেছে এদিন। মৃতদেহের উপর একটি কংক্রিটের পিলারও পড়ে থাকতে দেখা গেছে। যা থেকে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই ব্যক্তিকে খুন করে ফেলে রাখা হয়েছে৷ তবে প্রকৃতই খুন, না অন্যকিছু তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে  গ্রেফতার করতে পারেনি পুলিশ। 
স্থানীয় বাসিন্দা মনোজ ভৌমিক ও গদাধর বসাক রা বলেন, ডোবার মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে মনে হচ্ছে খুন করেই ফেলে রাখা হয়েছে। রঙ মিস্ত্রীকে কে বা কাহারা খুন করলো তা পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here