নাইট সার্ভিস বাসের টাইম নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মারপিটে তুমুল উত্তেজনা বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডে

0
703

নাইট সার্ভিস বাসের টাইম নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মারপিটে তুমুল উত্তেজনা বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডে,  গুরুতর আহত বাসের ম্যানেজার


পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ আগস্ট—
বাসের টাইম নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মারপিটে ধুন্ধুমার কান্ড বালুরঘাটে। বৃহস্পতিবার দীর্ঘ রাত অবধি এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন জয়ন্ত বর্মন নামে বাসের এক ম্যানেজার। জানা যায়, রোজকার মতো ওইদিন সন্ধ্যায় নবদ্বীপ গামী একটি রাত্রিকালীন বাস ছাড়বার ঘটনাকে ঘিরেই বিবাদের সুত্রপাত ঘটে। ৬ টা ১৫ নাগাদ সেই বাসটি ছাড়তে গেলে বাধা প্রদান করেন অপর একটি বাসের মালিক সহ তার দলবলেরা। তাদের দাবি, গায়ের জোর খাটিয়ে যখন যেমন খুশি সময়ে বিভিন্ন রুটে গাড়ি চালিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ ফার্ম কতৃপক্ষ। তাদের সঠিক কাগজ থাকলেও সেই সময়ে গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। আর যারই প্রতিবাদ জানিয়েছেন তারা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে শ্রীকৃষ্ণ ফার্ম কতৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে ওই একইসময়ে তাদের গাড়ি চলছে। এদিন গায়ের জোর খাটিয়ে মুন্না ও গৌতমের নেতৃত্বে তার দলবল তাদের ম্যানেজারকে বেধড়ক মারধর করেছে। শুধু তাই নয়, দেওয়া হয়েছে খুনের হুশিয়ারিও। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড চত্বর। যদিও ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ওইদিন রাতে বাসস্ট্যান্ড থেকে শ্রীকৃষ্ণ ফার্মের গাড়ি নবদ্বীপের উদ্দেশ্যে রওনা করানো হলেও আটকে দেওয়া হয়েছে মারপিটে জড়ানো অপর গাড়িটিকে।
আহত জয়ন্ত বর্মন বলেন, দীর্ঘদিন ধরে ওই রুটে এই সময়েই গাড়ি চালিয়ে আসছেন তারা। অযথা তাদের সাথে একপ্রকার ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটিয়েছেন তারা। কেননা এর আগে তাদের মধ্যে বেশকয়েকজন এই সংস্থার সাথে যুক্ত ছিলেন। যারা শিলিগুড়ির গাড়িতে রাতে করে গাজা নিয়ে আসতেন এমন অভিযোগে মালিক কতৃপক্ষ কাজ থেকে বাদ দিয়ে দিয়েছেন। সেই জায়গায় তিনি আসাতেই তার উপর কিছুটা আক্রোশ থেকেই এমন মারধর করা হয়েছে। ঘটনা জানিয়ে মুন্না ও গৌতম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন।
  যদিও বিশ্বজিৎ তালুকদার নামে অপর গাড়ির মালিক জানিয়েছেন, এর আগে গাড়ির কাগজের সমস্যায় বেশকিছুদিন আটকে ছিল। সঠিক কাগজপত্র নিয়ে এদিন গাড়ি চালাতে গিয়ে বাধার সন্মুখীন হয়েছেন। তাদের ৬.১৫ টাইমে অন্য গাড়ি চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here