সরকারী উদাসীনতা, বন্ধ “বাংলাশ্রী”! রোজ বাড়ছে ভাড়া, সাধারনের পকেট কাটছে বেসরকারি ভলভো। ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে যাত্রীরা

0
294

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ আগষ্ট ———— সরকারী উদাসীনতা, বন্ধ “বাংলাশ্রী “বাস! রোজ বাড়ছে ভাড়া, সাধারনের পকেট কাটছে বেসরকারি ভলভো। ষড়যন্ত্রের গন্ধ খুজছেন সাধারণ যাত্রীরা। পুনরায় বালুরঘাটে বাংলাশ্রী চালুর দাবি কর্মীদের।

প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্থে ২০১৭ সালের শেষের দিকে গোটা রাজ্যের পাশাপাশি  বালুরঘাট থেকে কলকাতাগামী এসি ভলভো “বাংলাশ্রী” বাসযাত্রা শুরু হয় রাজ্য সরকারের উদ্যোগে। যে সময় বালুরঘাট থেকে কলকাতাগামী বেসরকারি ভলভো বাসের ভাড়া ছিল প্রায় এক হাজার টাকার কাছাকাছি।  উল্টোদিকে কলকাতা যাওয়ার জন্য প্রায় একই সুবিধা বিশিষ্ট ডাব্লুবিটিসি পরিচালিত “বাংলাশ্রী” বাসের ভাড়া ছিল ৭৫০ টাকা। আর যার কারনে বাংলাশ্রীর চাহিদা সাধারণ যাত্রীদের কাছে অনেকটাই বেশি ছিল। যাত্রীদের  টিকিটের সুবিধার্থে কমিশন ভিত্তিতে একটি এজেন্সিও সেসময় চালু করেছিল কতৃপক্ষ। যদিও কোভিড আবহ চলাকালীন সময়ে বালুরঘাট থেকে আচমকা বন্ধ হয়ে যায় ওই বাস পরিষেবাটি। আর যার জেরে চরম সমস্যায় পড়েছেন শুধুমাত্র যাত্রীরাই নন, বাংলাশ্রী বাসের টিকিট কাউন্টারে কাজ করা কর্মীরাও। টিকিট কাউন্টারে কাজ করা কর্মীদের অভিযোগ, বহু কমিশনের টাকা তাদের বকেয়া রয়েছে। এদিকে সরকারীভাবে ঢাক ঢোল পিটিয়ে চালু করা বাংলাশ্রী বাস পরিষেবার এমন আচমকা বন্ধ নিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুজছেন অনেকেই। যাত্রীদের অভিযোগ কোন এক অজানা কারনে একইসাথে সরকার পোষিত সংস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের দৈনিক বাস পরিষেবাও বন্ধ হয়েছে বালুরঘাট থেকে। অন্যদিকে সেই সুবিধা নিয়েই রোজ বাসের ভাড়া বাড়িয়ে সাধারনের পকেট কাটছে বেসরকারি ভলভো বাস। প্রত্যন্ত এই এলাকা থেকে কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে রেল যোগাযোগ ব্যবস্থা সঠিক না থাকায় কার্যত অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। আর এসব দেখেও কার্যত নিশ্চুপ প্রশাসন। যদিও পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন সংস্থা-র বক্তব্য, বাংলাশ্রী এসি ভলভো বাসগুলি টাকার অভাবে মেরামত করা যাচ্ছে না বলে আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। 

সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৌমেন মাইতি জানিয়েছেন,  “আর্থিক সংস্থান জোগাড় হলেই আমরা বাসগুলি আবার চালাব।”

বালুরঘাটের বাংলাশ্রী বাসের টিকিট কাউন্টারে কাজ করা কর্মী নান্টু মহন্ত বলেন, বাংলাশ্রী টিকিট কাউন্টারে কাজ করতাম। গাড়িটি চালু হলে পুনরায় আমরা কাজ করতে পারব এবং বকেয়া টাকাও ফেরত পাবো। 

বাসযাত্রী হৃদয় চন্দ্র ঘোষ, অনুপ ঘোষরা বলেন, আমরা চাইছি বাংলাশ্রী গাড়িটি চালু হোক। কারন হিসাবে তিনি বলেন বালুরঘাট থেকে রাত্রে এন.বি.এস.টি.সি-র বাস একদিন পর পর চলাচল করে। তাই বালুরঘাট থেকে বেসরকারি ভলভো চেপে কলকাতা যেতে হলে ১৭০০-১৮০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। এসি ভলভো বাংলাশ্রী বাসটি চালু হলে ফের আমরা কম খরচে কলকাতায় যেতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here