বান্ধবীর প্রতিযোগিতায় মদনকে পিছনে ফেলেছে পার্থ বললেন সুকান্ত মজুমদার

0
229

বান্ধবীর প্রতিযোগিতায় মদনকে পিছনে ফেলেছে পার্থ, বালুরঘাটে বললেন সুকান্ত মজুমদার 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪ আগস্ট— রাজ্যজুড়ে দুর্নীতি ইসুতে শাসকদলকে কোনঠাসা করতে কোমর বেঁধেছে বিজেপি। চোর ধরো জেল ভরো আন্দোলন জোরালো হচ্ছে বিভিন্ন প্রান্তে। গেরুয়া শিবিরের এমন কর্মসূচি নিয়েই কামারহাটিতে ক্ষোভ প্রকাশ করেছেন মদন মিত্র। তৃণমূল কর্মীদের মোড়ে মোড়ে লাঠি খেলার আখড়া বানানোর পরামর্শ দিয়েছেন মদনবাবু। আর এমন পরিস্থিতিতেই পাল্টা আক্রমণাত্মক ভূমিকায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার জানিয়েছেন, বান্ধবীর প্রতিযোগিতায় মদনকে পিছনে ফেলেছে পার্থ। আর তাই হতাশায় ভুগছে মদন মিত্র। মন্ত্রীত্ব না পাবার দুঃখের সাথে সাথে এসব ঘটনাও মনের ব্যাথা বাড়িয়ে তুলেছে মদন বাবুকে। আর সেসব থেকেই তিনি এমন সব ভুলভাল বলছেন। একইভাবে তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় আক্রমন করেছে বিজেপিকে। চোর চোর বলে মিছিল করলেই এমন ব্যবস্থা নেওয়া হবে যে পার্টি অফিসে ঢুকে যেতে হবে বিজেপি সিপিএমকে। তৃণমূল নেতার এমন হুশিয়ারি প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন, একজন অধ্যাপক মানুষের মুখে এমন কথা মানায় না। তৃণমূল নেতাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে টাকা নিতে। সুতরাং মানুষ বলবেই চোর চোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here