বিজেপির পাল্টা মিছিল ও পথসভার আয়োজন করল গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটি, ধিক্কার জানানো হলো বিজেপি সরকারকে
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৩ ই আগস্ট দক্ষিণ দিনাজপুর। বিজেপির পাল্টা মিছিল ও পথসভার আয়োজন করল ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটির তরফে গঙ্গারামপুর শহরে ধিক্কার মিছিল ও বাসস্ট্যান্ডে পথসভার আয়োজন করা হয়। মিছিলে পা মিলান জেলা সভাপতি কে শুরু করে ব্লক ,টাউন থেকে শুরু করে একাধিক নেতারা। বিজেপি সরকার বিরুদ্ধে ধিক্কার জানানো হয়।
শনিবার সন্ধ্যায় গঙ্গারামপুর শহর জুড়ে একটি বিক্ষোভ মিছিল করে। যে মিছিলে পা মেলান জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার,টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন সেন,ব্লকের কার্যকরী সভাপতি ,তৃণমূল নেতা প্রশান্ত মিত্র, জয়ন্ত দাস, কমল সরকার , শংকর সরকার, শম্পা ঘোষ বিশ্বাস, লিপিকা রায়, কিষান খেতমজুরের জেলা সভাপতি হায়দার আলী সহ আরো অনেকেই।
মিছিলে কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল নেতাদের পিছনে তাদের সংস্থাকে লাগিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
এদিন মিছিল শেষে পথসভাতে বক্তব্য দিতে গিয়েই জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার জানান, কারো কথা মত নয় ইডি সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক
। না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে।
টাউন তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত মিত্র বলেন,যেভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে সেটা কখনো ঠিক না। আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।
মিছিল পথসভাতে ভিড় হয়েছিল ভালোই।