স্বাধীনতা দিবসে নতুনত্বের ছোয়া বালুরঘাটে

0
172

স্বাধীনতা দিবসে নতুনত্বের ছোয়া বালুরঘাটে , স্কুল ছাত্রীদের নিজেদের আঁকা অঙ্কনেই চলবে শহীদ স্মরণ 

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ আগস্ট—  ৭৫ তম বর্ষে ভারতের স্বাধীনতা দিবস সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে অমৃত মহোৎসব । পিছিয়ে নেই দক্ষিণ দিনাজপুর জেলাও । নিজেদের আঁকা অঙ্কনের মাধ্যমে বিদ্যালয় সাজানোর উদ্যোগ ছাত্রীদের । শনিবার বালুরঘাট শহরের আশুতোষ বালিকা বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়। ছাত্রীদের আঁকা ছবি দিয়েই বিদ্যালয় সাজানো হচ্ছে । ১৫ আগষ্টে বিদ্যালয়ে দেখা মিলবে ছাত্রীদের আঁকা শহীদ স্মরণের একাধিক দৃশ্য ।  শহীদদের সম্মান জানাতে  স্কুলের দেওয়াল জুড়ে অঙ্কনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন শহরবাসী । 
বিদ্যালয়ের ছাত্রী প্রিয়াঙ্কা তালুকদার এবং প্রধান শিক্ষিকা পম্পা দাসরা জানিয়েছেন, নতুনত্বের ছোঁয়া দিতেই এমন উদ্যোগ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here