বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির খুশিতে বালুরঘাটে গুড়-বাতাসা ও নকুলদানা বিলি বিজেপির, বাজলো চড়াম চড়াম শব্দে ঢাকও

0
206

 পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ আগস্ট——— বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির খুশিতে  বালুরঘাটে গুড়, বাতাসা ও নকুলদানা বিলি বিজেপির। বাজলো চড়াম চড়াম শব্দে ঢাকও। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট শহরের কল্যাণী ঘাট এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন বিজেপির নেতা কর্মীরা। 

নেতৃত্বদের পক্ষ থেকে ঢাক বাজিয়ে পথ চলতি মানুষদের মধ্যে নকুলদানা ও বাতাসা বিতরণ করা হয়। তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের গ্রেপ্তারির খুশিতে রাস্তায় নেমে বিজেপির অভিনব এই কর্মসুচীতে এদিন হাজির থাকতে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী কে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। পথচারীদের মধ্যে অনুব্রতর সেই  বিখ্যাত ডায়লগ নকুলদানা ও বাতাসা বিতরণ করা হয়।

বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী বলেন, বীরভূমের বাদশা তথা তৃণমূল নেতাকে বিভিন্ন সময়ে বিজেপি কর্মীদের নানা হুশিয়ারি দিতে দেখা গেছে। চড়াম চড়াম, নকুল দানা, গুড় বাতাসা এই শব্দগুলি তারই প্রচলিত। তাই  আজ গোরু পাচারের দায়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতেই কর্মীরা উৎফুল্ল হয়ে রাস্তায় নেমেছে। চড়াম চড়াম শব্দে ঢাক বাজিয়ে নকুল দানা ও গুড় বাতাসা তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here