শীতল চক্রবর্তীবুনিয়াদপুর,১১ আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-এক অসুস্থ ভবঘুরের পাশে দাঁড়ালেন সিপিআইএম পার্টির রেড ভলেন্টিয়ার এর সদস্যরা। এরকম সমাজসেবা মূলক কাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বুনিয়াদপুর পৌরবাসী।

বেশ কয়েকদিন ধরে এক অসুস্থ ভবঘুরে পড়ে রয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত নপাড়া এলাকার এক বিশ্রাম ঘরে। অজ্ঞাত পরিচয়ের ওই অসুস্থ ভবঘুরের কথা খবর পেয়ে সিপিএম পার্টির রেড ভলেন্টিয়ার এর সদস্যরা সেই ভবঘুরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। সেই অসুস্থ ভবঘুরে কে নপাড়া এলাকা থেকে অ্যাম্বুলেন্স করে রশিদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে দেন। এর পাশাপাশি সেই ভবঘুরে কে খাবারের ব্যবস্থা করে দেন তারা। আপাতত সেই অসুস্থ ভবঘুরে রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সিপিএম পার্টির রেট ভলেন্টিয়ারের কনভেনর তুহিন আলী, রেট ভলেন্টিয়ারের সদস্য দিবাকর সমাজদার, সোহেল রানা, সুরজিৎ মন্ডল।
এ বিষয়ে এক গ্রামবাসী নিরঞ্জন পাল জানিয়েছেন বহুদিন ধরে এই অসুস্থ অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে নপারা বিশ্রামাগারে পড়ে রয়েছিল। আমাদের এখানকার এক ব্যাক্তি কিছুদিন আগে তার ওষুধ খাবার সহ চুল দাড়ি কেটে দিয়েছিলেন। তারপরে সে সেভাবেই এখানে পড়েছিল আজ কিছু ছেলে এসে তাকে রশিদপুর গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।

এ বিষয়ে রেড ভলেন্টিয়ার এর কনভেনার তুহিন আলী জানিয়েছেন আমরা খবর পেয়েছিলাম এক অজ্ঞাত পরিচয় এর অসুস্থ ভবঘুরে বহুদিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে নপারা বিশ্রামাগারে। খবর পাওয়ার পরে তাকে আমরা রশিদপুর গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসি ও তার চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়া হয়েছে।
এরকম মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন বুনিয়াদপুর পৌরবাসী