তৃণমূল সরকার দুর্নীতিতে ভরে গেছে, তাই পঞ্চায়েত ভোটের আগেই এই সরকার পড়ে যাবে। গঙ্গারামপুরে সিপিআই এর ২৫তম জেলা সম্মলনে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি,করা হলো পথসভা ও মিছিলও
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,৬ই আগস্ট, দক্ষিণ দিনাজপুর:————– তৃণমূল সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে। তাই সামনের পঞ্চায়েত নির্বাচনের আগেই এই সরকারের পতন হবে বলে মন্তব্য করেন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী।দক্ষিণ দিনাজপুর জেলার সিপিআই এর ২৫তম জেলা সম্মেলন উপলক্ষে গঙ্গারামপুর চৌপথিতে এক পথসভায় যোগ দিতে এসে একথা বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি। এছাড়াও তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ভাষায় তুলোধুনা করেন তিনি। পথ সবার পরে গঙ্গারামপুর শহরে এক বিরাট মিছিল বের হয়, যে মিছিল গঙ্গারামপুর সরকার পরিক্রমা করে।সেখানে শ্রীকুমার বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।মিছিলে ভিড হয়েছিল ভালই।
সিপিআই এর ২৫তম জেলা সম্মেলনে গঙ্গারামপুর চৌপতির পথসভায় শনিবার বিকালে হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি। সেখানে সিপিআই এর জেলা নেতা সুভাষ ঘোষ, গঙ্গারামপুরে জোনাল কমিটির নেতা তোতন হালদার সহ জেলার একাধিক নেতৃত্বের উপস্থিত ছিলেন।গঙ্গারামপুর চৌপতিতে বক্তব্য দিতে গিয়েই এদিন রাজ্যের প্রাপ্তন মন্ত্রী কড়া ভাষায় তৃণমূল সরকারের সমালোচনা করেন। সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে।
এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী কুমার মুখার্জি জানিয়েছেন, বর্তমান তৃণমূল সরকারের প্রতিটি মন্ত্রী দুর্নীতিবাজ। মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগেই এই সরকারের পতন হবে। এছাড়াও তাদের আন্দোলন রাজ্য এবং কেন্দ্র সরকার বিরুদ্ধে চলবে বলেও শ্রীকুমার মুখার্জী জানিয়েছেন।
পথ সবার শেষে ২৫তম সিপিআই এর জেলা সম্মেলন উপলক্ষে চৌপতি থেকে এক বিরাট মিছিল বের হয়, যে মিছিলে পা মেলান রাজ্যের প্রাক্তন মন্ত্রিসহ একাধিক কর্মী সমর্থকরা। সেখানেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির স্লোগান দেন দলীয় নেতাকর্মীরা। চোর ধরো জেলে ভরো এই শ্লোগানও তারা উত্তাল করে করেন গঙ্গারামপুর শহরকে। যে মিছিলে কর্মী সমর্থকদের ভিড়ও হয়েছিল ব্যাপক।
রাজ্যের দুই সিপিআই নেতা জানিয়েছেন, রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের লড়াই। বামফ্রন্ট সরকার আগামীতে ক্ষমতায় আসছে। এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন।
এ দিনের সিপিআইয়ের ২৫তম জেলা সম্মেলন উপলক্ষে প্রথম দিনের পথসভা ও মিছিলে ভিড় হয়েছিল ব্যাপক।