শীতল চক্রবর্তী,বংশীহারী,4আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইকার হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটা এলাকায়।
জানা যায় শুক্রবার বেলা একটা নাগাদ বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটা এলাকায় পাথর বাজায় এক ডাম্পার গাড়ির এর ধাক্কায় গুরুতর আহত এক বাইক আরোহী। বাইকারি ও পাথর বোঝাই ডাম পার্টি মালদার দিক থেকে বালুরঘাটের দিকে আসছিল। সামনে এক স্করপিও গাড়ি হঠাৎই ব্রেক মারলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে ওই ডাম্পার গাড়ির চালক আহত বাইক আরোহী কে তড়িঘড়ি সেখান থেকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। আহত ওই ব্যক্তির নাম বিপ্লব সরকার (৩৭) বাড়ি পাথরঘাটা এলাকাতে। ডাম্পার ও মোটর বাইকের অ্যাক্সিডেন্ট হবার পরে মানবতার খাতিরে আহতই বাইক চালককে দুর্ঘটনায় স্থল থেকে উদ্ধার করে রশিদপুর গ্রাম হাসপাতালে নিয়ে আসে ঘাতক গাড়ি চালক।

এ বিষয়ে আহত ব্যক্তি বিপ্লব সরকার জানিয়েছেন হঠাৎই বাম্পার গাড়ির ধাক্কায় আমি গুরুতর আহত হই। ঘটনাস্থল থেকে সেই গাড়ি চালকই আমাকে নিয়ে আসে রশিদপুর গ্রামে হাসপাতালে।

এ বিষয়ে ডাম্পার গাড়ির চালক মরজিম শেখ জানিয়েছেন আমি পতিরামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম হঠাৎই পাথরঘাটা এলাকায় সামনে একটি স্করপিও গাড়ি ব্রেক করলে আমার গাড়িটি বান্দিকে চাপিয়ে দেই। বাঁদিকে একটি বাইক আরোহী সঙ্গে ধাক্কা লাগে লরির। আহত বাইক আরোহী কে নিয়ে এসেছি রশিদপুর গ্রামীণ হাসপাতালে।