কোচবিহার:-মাথাভাঙ্গা ইলেকট্রিক শ্রমিক ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে শুক্রবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলো।ইলেকট্রিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে অন্যায় ভাবে তাদের একজন বিদ্যুৎ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে ,সেই বিদ্যুৎ কর্মীকে মুক্তির দাবি সহ বেশ কিছু দাবিতে তারা স্মারকলিপি প্রদান করলেন।
উল্লেখ সম্প্রতি জলপেস মন্দিরে জল ঢালতে গিয়ে জেনারেটর থেকে ইলেকট্রিক সকে মৃত্যু হয় শীতলকুচির 10 জন যুবকের।সেই ঘটনায় জেনারেটর ভাড়া দেওয়া সুমন সাহা কে শীতল কুচি থানার পুলিশ গ্রেফতার করে।এই ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ কর্মী সুমন সাহাকে অবিলম্বে নিরসত্ত্বে মুক্তি দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানের বিদ্যুৎ কর্মীরা কাজ করেন তাদের আইনে নিরাপত্তা প্রদান করা।