শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,১ আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-চায়ের দোকানে ইলেকট্রিক শক মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কুরুসুর এলাকায়। এদিন তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম ঋষিকেশ রায় বয়স ২৮ বছর। পরিবার সূত্রে খবর সোমবার সকালে এলাকার একটি চায়ের দোকানে গিয়েছিল চা খেতে মৃত ঋষিকেশ। সেই চায়ের দোকানটি পুরোপুরি ইলেকট্রিক শক লেগে থাকে। সে দোকানে টেনে হাত দিতেই গুরুতরভাবে ইলেকট্রিক শক খায় মৃত যুবক। তবুও তাকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের এক আত্মীয় ও আরেক প্রতিবেশী জানিয়েছেন, চায়ের দোকানে ইলেকট্রিক শক খেয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন।
দিল পুলিশ মৃতদে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এমন ঘটনায় মিত্রের পরিবার সহ এলাকার জন্য শোকের ছায়া নেমে এসেছে।