শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,১ আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-চোর ধরার আর জেলে ভরো এই স্লোগানকে সামনে রেখে শহরে বিরাট মিছিল পথসভার আয়োজন করল বিজেপি নেতৃত্বরা। সোমবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি গঙ্গারামপুর টাউন মন্ডল কমিটির নেতৃত্বে মিছিলের আয়োজন করা হয়। সেখানে বিধায়ক জেলা সভাপতি সহ বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এদিন গঙ্গারামপুর শহর থেকে বিজেপির এই মিছিলটি বের হয়। যে বিষয়ে পা মেলান বিজেপির গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিধায়ক বুধরাই টুডু জেলা বিজেপি সভাপতি সরূপ চৌধুরী গঙ্গারামপুর টাউন বিজেপি মন্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষসহ আরো অনেকেই। মিছিলের সামনে একজনকে পার্থ চ্যাটার্জি সাজিয়ে কোমরে দড়ি পরিয়ে শহর ঘোরানো হয়। স্লোগান দেওয়া হয় চোর ধরো আর জেলে ভরো।

মিছিল শেষে গঙ্গারামপুর চৌপতিদের একটি বিরাট পথসভার আয়োজন করা হয়। সেখানে বিজেপির একাধিক নেতৃত্বের পাশাপাশি প্রচুর কর্মী সম্মত উপস্থিত ছিলেন।
বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বুধরায় টুডুরা অভিযোগ করে বলেন, এই ঘটনায় কালীঘাট জড়িত আছে। তাকেও গ্রেফতার করে কঠোর সাজাদের সে দাবি জানাই।
বিজেপির জেলা সভাপতি সরূপ চৌধুরী ও গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ জানিয়েছেন, চোর ধরো আর জেলে ভরো এই স্লোগানকে সামনে রেখেই মিছিল পথসভা করা হয়েছে। আগামীতে আরো বড় আন্দোলন করা হবে।
এদিনের মিছিলো পথসভাতে ব্যাপক ভিড় হয়েছিল।